শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৪৯
ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগের ভয়াবহ পরিণতি

ইসলাম ধর্মে জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত। এ নামাজের গুরুত্ব সম্পর্কে মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.) একটি কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
مَن تَرَکَ ثلاثَ جُمَعٍ مُتَعَمِّداً مِن غَیرِ عِلَّةٍ طَبَعَ اللّهُ علی قَلبِهِ بخاتَمِ النِّفاقِ
যে ব্যক্তি কোনো ওজর (কারণ) ছাড়া ইচ্ছাকৃতভাবে পরপর তিনবার জুমার নামাজ ত্যাগ করবে, আল্লাহ তার অন্তরে কপটতার মোহর এঁকে দেবেন।

[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ৫, পৃষ্ঠা ৬, হাদিস ২৬]

এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, জুমার নামাজ শুধু একটি সাপ্তাহিক গুরুত্বপূর্ণ ইবাদতই নয়, বরং মুসলিম সমাজের ঐক্য, আধ্যাত্মিক উন্নতি ও ঈমানের দৃঢ়তার প্রধান ভিত্তি। একে অবহেলা করা হৃদয়ে নিফাক (কপটতা) জন্মানোর ঝুঁকি বাড়িয়ে দেয়, যা একজন মুমিনের জন্য মারাত্মক আধ্যাত্মিক বিপদ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha